রাজশাহীতে কলেজছাত্রকে হত্যা চেষ্টার অভিযোগে আটক ৩

রাজশাহীর বাগমারায় এক কলেজছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগে তিন যুবককে পিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা । 

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2017, 11:02 AM
Updated : 5 April 2017, 11:02 AM

তাহেরপুর পৌরসভা ভবনের সামনে মঙ্গলবার রাতে এ ঘটনায় তনয় কুমার (২২) আহত হন বলে তাহেরপুর ফাঁড়িরএসআই শাহীন দেওয়ান জানান।

স্থানীয় কামারখালি এলাকার সন্তস কুমারের ছেলে তনয়কে রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি তাহেরপুর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। 

আটককৃতরা হলেন দুর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে ফায়সাল (২০), তাহেরপুর পৌরসভার নূরপুর এলাকার রহিদুল ইসলামের ছেলে সুজন (১৮) ও আলুগাছি এলাকার আব্দুর রহিমের ছেলে সাকিন (১৮)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই শাহীন জানান, তনয় মোটরসাইকেলে করে তানাপাড়া এলাকায় যাচ্ছিল। পথে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে আরোহী তিন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।      

“এক পর্যায়ে ওই তিনজন তনয়কে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় তনয়ের চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে ওই তিন যুবককে আটক করে পিটুনি দেয়।”

পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাদের আটক করে বলে জানান এসআই।