নওগাঁয় গৃহকর্তার গুলিতে ‘ডাকাত’ নিহত

নওগাঁর বদলগাছী উপজেলায় গৃহকর্তার বন্দুকের গুলিতে ‘অজ্ঞাতপরিচয় এক ডাকাতের’ মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2017, 06:15 AM
Updated : 5 April 2017, 06:15 AM

বদলগাছী থানার ওসি জালালউদ্দিন জানান, মঙ্গলবার রাত ১টার দিকে গয়েসপুর গ্রামের ফজলে আজিজ চৌধুরীর বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

নিহতের বয়স আনুমানিক ৫০ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

ফজলে আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বাড়ির নিচতলার একটি জানালা ভেঙে ১০-১৫ জনের একদল ডাকাত ভেতরে ঢোকে। তারা ঘণ্টাব্যাপী পরিবারের লোকজনকে মারধর ও অস্ত্রের মুখে জিন্মি করে ব্যাপক ভাংচুর করে। তারা প্রায় ৮০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও মালপত্র লুট করে।

“পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসার চেষ্টা করলে ডাকাতরা ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় আমি দোতালার একটি ঘরের জানালা থেকে ডাকাতদের লক্ষ করে গুলি করলে এক ডাকাত বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এরপর অন্য ডাকাতরা পালিয়ে যায়।”

ওসি জালালউদ্দিন বলেন, এ  ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।