মুজিবনগরের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বরখাস্ত

মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জার্জিস হোসাইনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2017, 11:30 AM
Updated : 4 April 2017, 11:44 AM

মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব জুলিয়া মইন স্বাক্ষরিত এক চিঠি উপজেলা প্রশাসনের কাছে পৌঁছেছে বলে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন জানান।

আমিরুল উপজেলা বিএনপির সভাপতি ও জার্জিস উপজেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।

এরা দুজনেই ২০১৩ সালে মুজিবনগর থানার তৎকালীন ওসি রবিউল ইসলামকে মারধরের মামলার অভিযোপত্রভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

উপ-সচিব জুলিয়া মইন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় জনপ্রতিনিধি হিসেবে তাদের দ্বারা ক্ষমতা প্রয়োগ করা জনস্বার্থ বিরোধী বলে মনে করে সরকার। তাই ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন সংশোধিত ২০১১ সালের ১৩ (খ) (১) অনুসারে তাদের সাময়িক বরখাস্ত করা হলো।

এ বিষয়ে আমিরুল ইসলাম বলেন, মন্ত্রণালয়ের বরখাস্ত আদেশ অবৈধ এবং তারা এই সপ্তাহের মধ্যেই ওই আদেশ স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট করবেন।