আতিয়া মহলের বাকি দুটি লাশ উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ সেনাবাহিনীর অভিযান শেষ হওয়ার ছয় দিন পর সেখানে থাকা দুই লাশ উদ্ধার করা হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2017, 02:05 PM
Updated : 3 April 2017, 04:19 PM

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে র্যা বের বোমা নিষ্ক্রিয়কারী দল লাশ দুটি উদ্ধার করে বলে জানিয়েছেন র্যা ব-৯ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমদ।

সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে সোমবার দুপুর ১২টায় ঢাকা থেকে আসা র্যা বের বোমা নিষ্ক্রিয়কারী দল আতিয়া মহলে প্রবেশ করে।

“প্রাথমিকভাবে মরদেহ গুলো উদ্ধার করা হলেও বিস্ফোরক নিষ্ক্রিয়করণের কাজ শুরু হবে মঙ্গলবার সকাল ১০টা থেকে।”

ভবনের সবগুলো কক্ষে অসংখ্য বিস্ফোরক ছড়িয়ে ছিটিয়ে থাকায় ভবনটি এখনও ঝুঁকিপূর্ণ বলে জানান এ র্যা ব কর্মকর্তা।

তিনি বলেন, “আজ মূল কাজ ছিল মরদেহগুলো উদ্ধার করা। এগুলো উদ্ধার করে বাইরের ধ্বংসাবশেষ পরিষ্কার করা হয়েছে

“ভবনে অনেক অবিস্ফোরিত বিস্ফোরক রয়েছে। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সে বিষয়টি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।”

সব বিস্ফোরক নিষ্ক্রিয় করতে সময় লাগবে জানিয়ে এলাকাবাসীকে আরেকটু ধৈর্য্য ধরার আহ্বান জানান এ র্যা ব কর্মকর্তা।

র্যা ব অধিনায়ক বলেন, উদ্ধার মরদেহ দুটি ভবনের নিচতলায় একটি কক্ষে পাওয়া গেছে। তবে এদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

“দুটি মরদেহই পুরুষের এবং বিকৃত হয়ে যাওয়ায় চেনা যাচ্ছে না।”

মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল জানান,র্যা ব ভবনের ভেতরে থাকা মরদেহ দুটি উদ্ধার করে পুলিশের কাছে দিয়েছে। মরদেহে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

গত ২৪ মার্চ জঙ্গি আস্তানা সন্দেহে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় আতিয়া মহল নামের পাঁচ তলা ভবন ঘিরে ফেলে পুলিশ। পরে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দলের অপারেশন টোয়াইলাইটে শেষে ব্রিফিংয়ে এক নারীসহ চার জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়।

গত ২৭ মার্চ সন্ধ্যায় ওই ভবন থেকে এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

শনিবার বিকালে সিলেটের হজরত মানিকপীর গোরস্থানে দুজনের লাশও বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

বিস্ফোরক বাঁধা থাকায় অন্য দুটি লাশ তখন উদ্ধার করা যায়নি।