চারদিন পর সিলেটের পথে ট্রেন চালু

হবিগঞ্জের মাধবপুরে ব্রিজের নিচ থেকে মাটি সরে যাওয়ায় চারদিন বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2017, 01:21 PM
Updated : 3 April 2017, 01:21 PM

সোমবার বিকাল ৫টা থেকে ট্রেন চলাচল শুরু হয় বলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান।

মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকার ৫৬ নম্বর ব্রিজে বুধবার রাতে বৃষ্টির পর মাঠি সরে যাওয়ায় ঝুঁকিতে পড়ে রেললাইন। বৃহস্পতিবার মেরামতের সময় একটি পিলার ধসে যায়।এরপর থেকে সারাদেশে সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

স্টেশন মাস্টার সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চারদিন ধরে দেড় শতাধিক শ্রমিক ব্রিজটির মেরামত করে। এরপর সোমবার বিকাল ৫টা থেকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।”