নওগাঁয় বাংলা ভাইয়ের ‘সহযোগী’ গ্রেপ্তার

নওগাঁর রানীনগর উপজেলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম বাংলাভাইয়ের এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2017, 08:54 AM
Updated : 3 April 2017, 08:55 AM

রানীনগর থানার এসআই শফিকুর রহমান জানান, ভেটি গ্রামের বাড়ি থেকে রোববার রাতে জিল্লুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

কফির উদ্দিন সরদারের ছেলে জিল্লুরকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই শফিকুর বলেন, “২০০৪ সালে রানীনগর আত্রাইয়ে বাংলাভাইয়ের সঙ্গে জিল্লুর চাঁদাবাজি, লুটপাট, ভাংচুরসহ বিভিন্ন সন্ত্রসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেন।”

তার বিরুদ্ধে রানীনগর থানায় চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে বলে জানান তিনি।

“এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রানীনগরের পারইল ইউনিয়নের বগারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও হাতবোমা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় করা বিস্ফোরক মামলার তদন্তেও জিল্লুরের নাম আসে।”

দীর্ঘদিন পলাতক থাকার পর এলাকায় ফিরে আসার গোপন তথ্য পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জিল্লুরকে আটক করে বলে এসআই জানান।