দিনাজপুরে ১৩ ঘণ্টা পর রেল চালু

দিনাজপুরে ট্রেন লাইনচ্যুত হওয়ায় ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর দিনাজপুর-পঞ্চগড় পথে ফের রেল যোগাযোগ শুরু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2017, 06:41 AM
Updated : 3 April 2017, 06:41 AM

রেলওয়ের ডিভিশনাল ট্রাফিক সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, দিনাজপুরে কাঞ্চন জংশনে রোববার রাত ৯টায় একটি ডেমু ট্রেন লাইনচ্যুত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমকে তিনি বলেন, সোমবার সকালে ডেমু ট্রেনটি সারানোর কাজ শুরু করেন রেলওয়ের লোকজন। সকাল ১০টার দিকে লাইন পরিষ্কার হলে ওই পথে আবার ট্রেন চলাচল শুরু হয়।

“ডেমু ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কাঞ্চন জংশনের স্টেশন মাস্টার ইদ্রিস আলী ও পয়েন্টম্যান খাদেমুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে চার সদস্যের একটি তদন্ত দল।”

দিনাজপুর রেলওয়ের এক কর্মকর্তা বলেন, অব্যবহৃত ও ক্রুটিযুক্ত লাইনে ক্লিয়ার দিলে ট্রেনটি ওই লাইনে প্রবেশ করে। এ কারণে ডেমু ট্রেনটি লাইনচ্যুত হয়।