জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত মাস্টার্স পরীক্ষা ১৭ এপ্রিল শুরু

দুর্নীতির মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক কারাগারে থাকায় ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের স্থগিত পরীক্ষা আগামী ১৭ এপ্রিল শুরু হতে যাচ্ছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2017, 11:00 AM
Updated : 2 April 2017, 11:01 AM

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, পরীক্ষা ১৭ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ জুন পর্যন্ত চলবে।

“তবে ১৭ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠেয় পরীক্ষাগুলো বেলা ২টা থেকে শুরু হবে এবং রমজান মাসের জন্য ২৭ মে থেকে ১৩ জুন পর্যন্ত অনুষ্ঠেয় পরীক্ষাগুলো সকাল ৯টা থেকে শুরু হবে।”

পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd এ পাওয়া যাবে।

দুর্নীতির মামলায় ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ায় এর আগে ১৯ মার্চ ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। গত ২৯ মে জামিনে মুক্তি পেয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান।