বগুড়ায় চুরি যাওয়া নবজাতক উদ্ধার

বগুড়ায় হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতকটিকে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2017, 10:29 AM
Updated : 2 April 2017, 02:39 PM

রোববার দুপুরে বাচ্চাটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় বলে জানান বগুড়া সদর থানার ওসি আসলাম আলী।

শিশুটির বাবা রুবেল উদ্দিন বলেন, বাচ্চা উদ্ধারের পর পুলিশ হাসপাতালে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে।

শনিবার সকালে বগুড়া সদরের মোহাম্মদ আলী হাসপাতাল থেকে তিন দিন বয়সী বাচ্চাটি চুরি হয়।

বগুড়া শহরের ঝোপগাড়ী এলাকার রুবেল উদ্দিনের স্ত্রী হোসেনে আরা (২০) হাসপাতালের গাইনি ওয়ার্ডের ৩৫ নম্বার বেডে ভর্তি হয়ে বুধবার ছেলে সন্তান জন্ম দেন।

রোববার সকালে রমজান আলী নামের হাসপাতালের এক কর্মচারী ‘অজ্ঞাত’ এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোনে শিশুটির খোঁজ পান বলে জানান বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক মোস্তাফিজুর রহমান।

বগুড়ার ধুনট থানার উপ-পরিদর্শক খোকন কুন্ডু জানান, হাসপাতাল সূত্রে খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার ঢেকুরিয়া বাজারে গিয়ে বকুল নামের এক দোকানদারকে জিজ্ঞাসাবাদ করেন তিনি। সে সময় বকুল তাদের জানায় বগুড়ার গাবতলী থানার মাঝবাড়ি গ্রামের ফুল মিয়ার স্ত্রী নিঃসন্তান লাবনী শনিবারে ঢেকুরিয়ায় তার বাবার বাড়িতে একটি নবজাতক শিশু নিয়ে আসে।