দুর্ঘটনায় গাড়ি, অক্ষত এমপি মুক্তি

ট্রাকের ধাক্কায় নিজের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত রয়েছেন ময়মনসিংহের সংসদ সদস্য জাতীয় পার্টি নেতা সালাহ্উদ্দিন আহমেদ মুক্তি।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2017, 03:43 PM
Updated : 1 April 2017, 03:43 PM

শনিবার বিকালে নিজ নির্বাচনী এলাকা মুক্তাগাছায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে শহরের নাপিতখোলা এলাকায় দুর্ঘনায় পড়েন তিনি।

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মুক্তি ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য এবং তথ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।  

দুর্ঘটনার জন্য দায়ী সিমেন্ট ভরতি ট্রাকটিকে পুলিশ আটক করেছে।

মুক্তাগাছা থানার ওসি আখতার মুর্শেদ জানান, ভূমি সেবা সপ্তাহের অনুষ্ঠান শেষে বেলা ১২টার দিকে দলীয় কয়েকজন নেতাকর্মী নিয়ে এমপি সালাহ্উদ্দিন আহমেদ মুক্তি উপজেলার কালিবাড়ি এলাকায় আরেকটি অনুষ্ঠানে যাচ্ছিলেন।

“শহরের নাপিত খোলায় বিপরীত দিক থেকে আসা অতিরিক্ত সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাকে বহনকারী প্রাইভেট কারে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের গ্লাস চূর্ণবিচূর্ণ হয়ে যায়।”

তবে সালাহ্উদ্দিন আহমেদ মুক্তিসহ তার সহযাত্রীরা অক্ষত রয়েছেন বলে জানান ওসি মুর্শেদ।

ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে সালাহ্উদ্দিন আহমেদ মুক্তি জনসংযোগ কর্মসূচি বাতিল করে নিজ বাসায় ফিরে যান বলে জানান ওসি।

সালাহ্উদ্দিন আহমেদ মুক্তি সাংবাদিকদের বলেন, “দুপুরে দলীয় কয়েকজন নেতাকর্মীকে নিয়ে কালিবাড়ি এলাকায় যাওয়ার সময় আমাকে বহনকারী প্রাইভেট কারটি দুর্ঘটনার কবলে পড়ে। মানুষের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানীতে প্রাণে রক্ষা পেয়েছি।’’

এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় মামলা হয়নি। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে  কোনো ষড়যন্ত্র রয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে বলেন জানান এমপি।