উগ্রবাদের পৃষ্ঠপোষকতায় একটি বড় দল: ওবায়দুল কাদের

‘একটি বড় রাজনৈতিক দল’ দেশে উগ্রবাদের পৃষ্ঠপোষকতা করছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2017, 09:51 AM
Updated : 1 April 2017, 09:51 AM

শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভারের কাজ পরিদর্শনে এসে মন্ত্রী বলেন, জঙ্গিবাদ, “উগ্রাবাদ মোকাবেলায় আমাদের যে সক্ষমতা ইতিমধ্যে আমরা তা প্রমাণ করেছি।

“আমাদের একটি বড় দল এই উগ্রবাদকে পৃষ্ঠপোষকতা করছে। তারা আন্দোলনে ব্যর্থ হয়ে এখন সরকার হটানোর জন্য উগ্রবাদীদের দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্ত করছে।”

সম্প্রতি সিলেটের পর হবিগঞ্জ ও কুমিল্লায় জঙ্গি বিরোধী অভিযানের মধ্যে তিনি এ মন্তব্য করলেন।

সদ্য শেষ হওয়া কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, “দল হেরেছে, সরকার জিতেছে। আমাদের অভ্যন্তরীণ দুর্বলতার কারণে দল হেরেছে। সেই দুর্বলতার সুযোগকে বিএনপি কাজে লাগিয়েছে। আমরা এখান থেকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সর্তক বার্তা পেয়ে গেলাম।”

কয়েকটি উপজেলা নির্বাচনেও ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ দুর্বলতার কারণে বিএনপি জিতেছে। কুমিল্লায়ও তারা সেই সুযোগটা নিয়েছে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এই অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ যাতে বিএনপি না নিতে পারে তার জন্য সর্তক হওয়ার বার্তা তারা পেয়ে গেছেন বলে মন্ত্রী মন্তব্য করেন।  

দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভারের কাজ পরিদর্শন করেন মন্ত্রী।

এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীও তার সঙ্গে ছিলেন।

১৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভুলতা ফ্লাইওভার আগামী জুন মাসে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলেও মন্ত্রী জানান।

এছাড়া এই মহাসড়কে চিহ্নিত ১৪৪টি ব্ল্যাক স্পট সংস্কারের কাজও এই সময়ের মধ্যে শেষ হওয়ার আশা প্রকাশ করেন তিনি।