সিরাজগঞ্জে দুই দুর্ঘটনায় ৩ যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ সদর ও শাহজাদপুর উপজেলায় দুটি সড়ক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2017, 09:09 AM
Updated : 1 April 2017, 09:09 AM

শনিবার সকাল ও শুক্রবার রাতে এ দুটি দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন সদরের সয়দাবাদ গ্রামের জামাত আলীর ছেলে মনিরুল ইসলাম (২২), শাহজাদপুর পৌর এলাকার পারকোলা মহল্লার আব্দুর রশিদের ছেলে আমিনুল ইসলাম (৩৫) ও খঞ্জনপাড়ার ছকেন আলীর ছেলে আব্দুল আলিম (৩০)। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই জিয়াউল হক জানান, শনিবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ মোড়ে বাইসাইকেল চালিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি বাস মনিরুলকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ স্বজনরা নিয়ে গেছেন বলে জানান এসআই জিয়াউল।

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই রাজিবুল করিম জানান, শুক্রবার রাতে পাবনা থেকে আমিনুল ও আব্দুল আলিম মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। শাহজাদপুর সমবায় পেট্টোল পাম্পের কাছে মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে তাদের মোটরসাইকেলসহ জোরে ধাক্কা দেয়।

“গুরুতর আহত দুজনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আমিনুল মারা যান। পরে আব্দুল আলিমকে বগুড়া নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে সকালে তিনিও মারা যান।”

দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান এসআই রাজিবুল।