বেনাপোলে দেড় কেজি সোনাসহ আটক ২

যশোরের বেনাপোলে ভারতীয় সীমান্ত এলাকা থেকে দেড় কেজি ওজনের ১৫টি সোনার বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2017, 07:02 AM
Updated : 1 April 2017, 07:03 AM

বিজিবি-৪৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খবির উদ্দিন জানান, শানিবার সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল সীমান্তের ছোট আঁচড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন - শার্শা উপজেলার কৃত্তিপুর গ্রামের নুর ইসলামের ছেলে শামীম হোসেন ও নারায়ণপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে হোসেন আলী।  

বিজিবি কর্মকর্তা খবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই দুইজন সোনার একটি চালান নিয়ে অপেক্ষা করছেন এমন গোপন খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালায়।

“দুইজনকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। তাদের শরীরে দেড় কেজি ওজনের ১৫টি সোনার বার বাঁধা ছিল। এগুলো তারা ভারতে পাচার করতে যাচ্ছিলেন।”

জব্দ করা সোনা বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।