চাঁপাইনবাবগঞ্জে বয়লার বিস্ফোরণে আহত ৭

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি চাল কলে বয়লার বিস্ফোরণে সাতজন আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2017, 09:45 AM
Updated : 31 March 2017, 09:46 AM

শুক্রবার সকালে উপজেলার রহনপুর খোয়াড় মোড়ে নজরুল অটোরাইস মিলে এ দুর্ঘটনা ঘটে বলে গোমস্তাপুর থানার এসআই শিশির চক্রবর্তী জানান।

আহতরা হলেন, ওই মিলের শ্রমিক নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুর (মুকুলডাংগা) গ্রামের মৃত আলমের ছেলে জাফর (৩০), গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের পাথরপূজা গ্রামের আব্দুর রহিমের ছেলে রাশেল (২৭) ও একই ইউনিয়নের মাদাপুর গ্রামের খতিব আলীর ছেলে সাদ্দাম হোসেন (২২), পথচারী রিনা (৫০), জেসমিন (৫০), আজিরন (৪৫) ও আকতারুল ইসলাম (৪০)।

এদের মধ্যে গুরুতর আহত জাফর ও রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের রহনপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এসআই বলেন, সকাল সাড়ে ৬টার দিকে বিকট শব্দে নজরুল অটো রাইস মিলের বয়লার বিস্ফোরিত হয়ে পাশের একটি পুকুরে পড়ে। বিস্ফোরণে পাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসময় মিলের তিন কর্মচারী ও প্রাতঃভ্রমণে বের হওয়া চার পথচারী আহত হয় হয়েছে বলে জানান।

খবর পেয়ে রহনপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে আনে বলে রহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার সাইফুল ইসলাম জানান।

বয়লারে পানি কম থাকার কারণে এই বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।