বাগমারায় বাংলাভাইয়ের ‘সহযোগী’ গ্রেপ্তার

রাজশাহী বাগমারা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম বাংলাভাইয়ের এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2017, 08:53 AM
Updated : 31 March 2017, 08:53 AM

বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ জানান, রামরামা গ্রাম থেকে শুক্রবার ভোরে মাহমুদ হাসানকে (৫০) গ্রেপ্তার করা হয়।

হাসান ওই গ্রামের দিন মোহাম্মদ সরদারের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি নাছিম বলেন, “২০০৪  সালে জেএমবিতে যোগ দিয়ে বাংলা ভাইয়ের সঙ্গে বাগমারার বিভিন্ন অঞ্চলের লোকজনকে ধরে এনে তাদের হকিস্টিক এবং রড দিয়ে পিটিয়ে নির্যাতন করতেন হাসান।”

তার বিরুদ্ধে নির্যাতন, চাঁদাবাজি ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

“মাহামুদ পুলিশের তালিকাভূক্ত জেএমবি সদস্য। সে এর আগেও গ্রেপ্তার হয়েছিল। পরে জামিন পেয়ে নতুন করে জেএমবির কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

দুপুরে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি।