সিলেটের পথে ট্রেন বন্ধ থাকতে পারে আরও কয়েক দিন

নিচে থেকে বালু তুলে নেওয়ায় পিলার ধসে হবিগঞ্জের রেলসেতুটি ঝুঁকিতে পড়ায় সিলেটের পথে ট্রেন বন্ধ থাকতে পারে আরও কয়েক দিন।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2017, 08:18 AM
Updated : 31 March 2017, 08:29 AM

রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন জানান, মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকার ৫৬ নম্বর সেতুটি বুধবার রাতে বৃষ্টির পর ঝুঁকিতে পড়ে। বৃহস্পতিবার মেরামতের সময় একটি পিলার ধসে যায়।

“পিলারের পাশ থেকে বালু তুলে নেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সেতুটির অবস্থা খুবই খারাপ। সোম-মঙ্গলবার নাগাদ মেরামত কাজ শেষ হলে এ পথে আবার রেল চলাচল শুরু হবে।”

বৃহস্পতিবার সকাল থেকে এ পথে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ পথ দিয়েই সিলেটের সঙ্গে যোগাযোগ করে সারাদেশের ট্রেন।

রেল কর্মকর্তা আমজাদ হোসেন শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, অবৈধভাবে বালু তুলে ফেলায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এখন থেকে কেউ যাতে আর বালু তুলতে না পারে সেজন্য প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।