সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে মাছের ঘেরসহ একটি গ্রাম প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2017, 06:24 AM
Updated : 31 March 2017, 08:59 AM

প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে চাকলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রায় ২০০ ফুট বাঁধ প্রবল জোয়ারের কারণে ভেঙ্গে যায়। এতে একটি গ্রাম ও প্রায় ২০০ বিঘা মাছের ঘের প্লাবিত হয়।

“বাঁধটি চাকলা পয়েন্টে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলা সত্ত্বেও তারা সংস্কারের উদ্যোগ না নেওয়ায় রাতে প্রায় ২০০ ফুট এলাকা জুড়ে ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।”

এতে গ্রামের দেড় শ পরিবার পানিবন্দী হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা আকবর ঢালী।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার আবুল হোসেন বলেন, সেকশন অফিসার সারওয়ার হোসেন ঘটনাস্থলেই আছেন। তিনি পরিদর্শন শেষে যা যা করণীয় তা করবেন।