দিনাজপুরে মাদক ব্যবসায়ীদের স্থান হবে না: এএসপি হাফিজুর

দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জে মাদক ব্যবসায়ীদের কোনো স্থান হবে না বলে সর্তক করেছেন বিরামপুর সার্কেল এএসপি এএসএম হাফিজুর রহমান।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2017, 03:48 PM
Updated : 30 March 2017, 03:48 PM

বিরামপুরে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “বিরামপুর ও নবাবগঞ্জকে মাদকমুক্ত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। মাদকের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি সে যেই হোক না কেন তার জায়গা বিরামপুর ও নবাবগঞ্জের মাটিতে হবেনা। মাদক ব্যবসায়ীদের সকল নেটওয়ার্ক আমরা ভেঙে দেব”।

সভায় শিক্ষার্থীদের উদ্দেশে এএসপি বলেন, “ভুল করেও মাদক, মাদকসেবীদের সাথে কোনভাবেই মেলামেশা করা যাবেনা।”

জঙ্গিবাদ মোকাবেলায় সকলের সহযোগিতা চেয়ে হাফিজুর বলেন, “ধর্মের অপব্যাখ্যা দিয়ে সমাজের শান্তি বিনষ্টকারী জঙ্গিরা দেশ ও সমাজের শত্রু, তাদেরকে পুলিশে ধরিয়ে দিতে হবে।”

অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ‘তাৎক্ষণিক কুইজ, তাৎক্ষণিক পুরস্কার’ আয়োজনের মাধ্যমে ২০জনকে শুভেচ্ছা পুরস্কার তুলে দেওয়া হয়।

পরে অনুষ্ঠানে উপস্থিতদের নিয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ করান সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান।