শেরপুরে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছরের দণ্ড

শেরপুরে বিডিআর বিদ্রোহে খোয়া যাওয়া পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ গ্রেপ্তার এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2017, 03:38 PM
Updated : 30 March 2017, 03:38 PM

বৃহস্পতিবার শেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক হারুন অর রশীদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নুরুল হক (৪৫) নকলা উপজেলার বিবিরচর গ্রামের আব্দুছ ছামাদের ছেলে।

মামলার নথির বরাত দিয়ে এপিপি অরুণ কুমার সিংহ রায় জানান, ২০০৯ সালের ৪ মে গোপন খবরে নকলা উপজেলার গৌরদ্বার বাজারের ফারুক টেলিকমের সামনে অভিযান চালিয়ে নুরুল হককে আটক করে পুলিশ। পরে তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে।

এ ব্যাপারে ওই দিনই নকলা থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

এপিপি জানান, আসামি নুরুল হক ওই দিনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি জানান, বিডিআরে চাকরিরত তার চাচাত ভাই হাসিবুল হাসান রুস্তম বিডিআর বিদ্রোহের সময় তাকে ওই পিস্তল, গুলি ও ম্যাগজিন দেয়।

তদন্ত শেষে একই বছরের ২৪ মে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।