সুন্দরবনের দস্যু ‘ছোট রাজু’ বাহিনীর আত্মসমর্পণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের দস্যু ‘ছোট রাজু’ বাহিনী।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2017, 02:51 PM
Updated : 30 March 2017, 02:53 PM

বৃহস্পতিবার বরিশালে রূপাতলীতে র‌্যাব-৮ এর সদর দপ্তরে এ অনুষ্ঠানে বাহিনীর ১৫ সদস্য অস্ত্র জমা দেন বলে জানিয়েছে র‌্যাব।

এরা হলেন বাহিনী প্রধান রাজু মোল্লা ওরফে ছোট রাজু (৪৮), মনিরুল ইসলাম (৩৫), সিরাজুল ইসলাম গাজী (২৯), আফজাল হোসেন (২৫), হারুন সরদার (৩৮), বিল্লাল গাজী ওরফে ম্যাজিক বিল্লাল (৩৬), খতিব গাজী ওরফে খতিব (৩৭), মিকাইল গাজী (৩৭), কামরুল সরদার (৩৯), ফরহাদ সরদার (২৬), সালাম গাজী (৩৭), মিলন শেখ (২৫), ফরহাদ গাজী (৩২), সাব্বির শেখ (৪২) ও মনিরুল গাজী মনি (৩৯)।

এ নিয়ে সুন্দরবনের ১০টি দস্যু বাহিনী আত্মসমর্পণ করল।

এ সময় তারা পাঁচটি একনালা বন্দুক, পাঁচটি দোনালা বন্দুক, পাঁচটি এয়ার রাইফেল, দুটি রাইফেল, চারটি ওয়ান শুটারসহ ২১টি আগ্নেয়াস্ত্র এবং ১২৩৭ রাউন্ড গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেন বলে র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার উজ জামান জানান।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ছাড়াও র‌্যাবের মহা পরিচালক বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দিন আহম্মেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মারুফ হাসান, বিএমপি কমিশনার এসএম রুহুল আমীন প্রমুখ বক্তব্য দেন।