টঙ্গীতে ‘জঙ্গিবিরোধী অভিযান’, আটক ৩

মৌলভীবাজার ও কুমিল্লায় জঙ্গি আস্তানায় অভিযানের মধ্যেই গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক এলাকায় তল্লাশি চালিয়ে জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2017, 01:13 PM
Updated : 30 March 2017, 01:52 PM

বৃহস্পতিবার বিকালে টঙ্গীর গাজীপুরার খাঁপাড়া এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ ও টঙ্গী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে বলে জানান টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার।

আটক তামিরুল মিল্লাত মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র শিবিরকর্মী তৌহিদুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী আবদুল্যাহ (৩০) ও আনিসুর রহমান (৪২)।

ওসি ফিরোজ বলেন, গাজীপুরা সাতাইশ খাঁপাড়া রোড এলাকায় অভিযান শুরু করা হয়। কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে শিবিরের এক কর্মী এবং স্থানীয় দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

এরআগে বুধবার রাতে সাতাইশ এলাকায় কয়েকটি বাড়িতে অভিযান চালানো হয়েছিল বলে জানান তিনি।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ বলেন, “এটি রুটিন ওয়ার্ক। জঙ্গি বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।”

সম্প্রতি টঙ্গীতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীদের বহন করা প্রিজন ভ্যানে বোমা হামলা করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এরপর দেশের বেশ কয়েকটি স্থানে জঙ্গি হামলা হয় এবং তাদের আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।