মেঘনায় ট্রলার ডুবে ৪ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে মেঘনা নদীর মোহনায় ট্রলার ডুবে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।

মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2017, 01:08 PM
Updated : 30 March 2017, 05:09 PM

বৃহস্পতিবার বিকালে সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জের ওই দুর্ঘটনায় ২০ থেকে ৩০ জন নিখোঁজ রয়েছেন বলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক মন্টু বিশ্বাস।

নিহতদের মধ্যে অজ্ঞাত পরিচয় দুই পুরুষ, এক নারী ও শিশু রয়েছেন। তাদের লাশ নদী তীরে রয়েছে। গজারিয়া উপজেলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সামসুল আলম জানান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, দুপুরে রাজধানীর রামপুরা থেকে অন্তত ৯০ জনের একটি দল ট্রলারে করে চাঁদপুরের বেলতলী এলাকায় সোলেমান শাহ ওরফে লেংটার মেলায় যাচ্ছিলেন।

“বিকাল ৫টার দিকে সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জে মেঘনা নদীতে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। এ সময় অনেকেই সাঁতরে তীরে উঠে আসেন। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলের পাশ থেকে তিনজনের ও সন্ধ্যায় আরেকটি লাশ উদ্ধার করে।”

রাতে ওয়্যারহাউজ পরিদর্শক মন্টু বলেন, “সন্ধ্যা পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২০ থেকে ৩০ জন।”

ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসলেই উদ্ধার অভিযান শুরু করা হবে বলে জানান তিনি।