কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে হত্যা মামলার আসামি এক কয়েদীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2017, 09:12 AM
Updated : 30 March 2017, 09:12 AM

কাশিমপুর কারাগার-২ এর জেলার মো. আনোয়ার হোসেন জানান, বুধবার গভীর রাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইনউদ্দিন নামে ৫২ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। 

আইনউদ্দিন গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরদুর্লভখা এলাকার মোহর আলীর ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আনোয়ার বলেন, রাত পৌনে ১টার আইনউদ্দিন অসুস্থবোধ করলে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তাজউদ্দীন মেডিকেলে নিয়ে যাওয়া হয়। 

“সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে আইনউদ্দিনকে মৃত ঘোষণা করেন।”

আনোয়ার জানান, হত্যা মামলার আসামি আইনউদ্দিন ২০১৬ সালের ২৪ জানুয়ারি থেকে কাশিমপুর কারাগার-২ এ বন্দি ছিলেন। তিনি হৃদরোগে ভুগছিলেন।

তাজউদ্দীন মেডিকেলের আবাসিক চিকিৎসক প্রণয়ভষন দাস জানান,  আইনউদ্দিনকে মৃতাবস্থায় হাসপতালে আনা হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।