বৃষ্টি মধ্যে ভোট চলছে দিরাই-শাল্লায়

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর শূন্য আসনের উপ-নির্বাচনে হালকা বৃষ্টি মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে সুনামগঞ্জের দিরাই-শাল্লায়।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2017, 04:19 AM
Updated : 30 March 2017, 04:41 AM

বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে ৪টা পর্যন্ত। সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান জানান, “সকাল ৮টা থেকে সব কেন্দ্রে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন। তবে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি খুব কম।”

গত ৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে।

এ উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্তা ও স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন।

জয়া সুনামগঞ্জ শহরের দিরাই উচ্চবালিকা বিদ্যালয়ে আর শরীফপুর প্রাথমিক বিদ্যালয়ে ছায়েদ আলী ভোট দেবেন বলে জানিয়েছেন।

জয়া সেনগুপ্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোটের পরিবেশ ভালো। আশা করছি, উন্নয়নের প্রতীক, আওয়ামী লীগের প্রতীক, নৌকায় ভোট দিয়ে ভোটাররা উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।”

স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী বলেন, “ভোটার উপস্থিতি কম। তবে পরিবেশ মোটামুটি ভালো।”

শরীফপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তাপস রঞ্জন রায় সকাল ৯টায় জানান, বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম। এই কেন্দ্রে মোট ভোটার ২২৭০ জন, এক ঘণ্টায় ভোট পড়েছে ৭টি।

“আশা করছি বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।”

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার কানন কুমার দেবনাথ বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার ব্যাটালিয়ন নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে রয়েছে।