ফরিদপুরে বেয়াই বাড়িতে প্রধানমন্ত্রী

ফরিদপুর সফরে গিয়ে বেয়াই স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বাড়ি বেড়িয়ে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2017, 05:28 PM
Updated : 29 March 2017, 05:36 PM

একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের শ্বশুরবাড়িতেই দুপুরের খাবার সেরেছেন তিনি।

প্রধানমন্ত্রী বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে হেলিকপ্টারযোগে ফরিদপুর শহরের শেখ জামাল স্টেডিয়ামে অবতরণ করেন। সেখান থেকে সার্কিট হাউসে ওঠেন তিনি।

দুপুরে তিনি শহরের বদরপুরে পুতুলের শ্বশুরবাড়ি আফসানা মঞ্জিলে যান বলে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া জানান।

বেয়াই খন্দকার মোশাররফ ও মেয়ে জামাই খন্দকার মাশরুর হোসেনসহ পুতুলের শ্বশুরবাড়ির স্বজনরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

সেখানে দুই ঘণ্টা অবস্থান করেন শেখ হাসিনা। দুপুরের খাবার ছাড়াও জোহরের নামাজ পড়েন তিনি।

পরে বিশ্রাম নিয়ে শহরে সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে জেলা আওয়ামী লীগের জনসভাস্থলে যান শেখ হাসিনা।

২০০৮ সালের পর এই প্রথম ফরিদপুর গিয়ে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ১১টির ভিত্তি স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।