আত্মসমর্পণ করে জামিন পেলেন হাইমচরের সেই চেয়ারম্যান

শিক্ষার্থীদের পিঠে চড়া চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2017, 01:39 PM
Updated : 19 July 2017, 07:06 AM

বুধবার চাঁদপুর শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ আদেশ দেন।

গত ৩০ জানুয়ারি হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে হাত রেখে তার ওপর আরেক শিক্ষার্থীকে শুইয়ে বানানো ‘পদ্মা সেতুর’ ওপর দিয়ে হাঁটেন নূর হোসেন পাটোয়ারী।

ওই ঘটনার ছবি ও ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। গত ১ ফেব্রুয়ারি এক অভিভাবক নূর হোসেন পাটওয়ারী ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন আহমেদ, সদস্য আহমেদ ও আবুল বাশারের বিরুদ্ধে মামলা করেন।

চাঁদপুরে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী মো. সাইয়েদুল ইসলাম বলেন, বুধবার দুপুরে হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী চাঁদপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

“শুনানি শেষে আদালত তাকে ওই মামলার চূড়ান্ত অভিযোগপত্র দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন।”

এ মামলার অন্য আসামিরা এখনও পলাতক বলে জানান আইনজীবী সাইয়েদুল।