লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় ৪ জনের ফাঁসির রায়

গৃহবধূকে ধর্ষণের মামলায় লক্ষ্মীপুরে চারজনকে ২০ হাজার টাকা করে জরিমানাসহ ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2017, 08:40 AM
Updated : 29 March 2017, 08:56 AM

লক্ষ্মীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাশেম আসামিদের উপস্থিতিতে বুধবার দুপুরে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন - জেলার কমলনগর উপজেলার চরবসু গ্রামের মনা বেপারীর ছেলে সানা উল্যাহ (৩৭), একই উপজেলার চর কালকিনি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবুল কাশেম মাঝি (৩২), একই গ্রামের রফিকুল ইসলাম বেপারীর ছেলে হারুন (৩২) ও নোয়াখালী জেলার সুধারাম থানার আণ্ডারচর গ্রামের আব্দুল গনির ছেলে মো. রহিম (২৭)।

বিশেষ পিপি আবুল বাসার বলেন, ২০১৪ সালের ২২ ডিসেম্বর রাতে কমলনগর উপজেলার এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ করা হয়। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালে পাঁচ দিন পর জ্ঞান ফেরে।

পরে ২৯ ডিসেম্বর গৃহবধূর স্বামী পাঁচজনের নামে কমলনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ পরের বছর ৩১ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় আদালতে।

আইনজীবী বাসার বলেন, “সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বিচারক এ কে এম আবুল কাশেম চারজনকে ফাঁসির আদেশ দেন। এছাড়া একজনকে বেকসুর খালাস দেন বিচারক।”