হত্যাচেষ্টায় ‘জেএমবি নেতার’ ৭ বছরের দণ্ড

চুয়াডাঙ্গায় দুই ব্যক্তিকে হত্যাচেষ্টায় ‘জেএমবি নেতাকে’ শায়খুল ইসলামকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2017, 01:26 PM
Updated : 28 March 2017, 01:26 PM

মঙ্গলবার চুয়াডাঙ্গার মুখ্য বিচারিক হাকিম এ বি এম মাহমুদুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত শায়খুল ইসলাম ওরফে রাকিব বাগেরহাটের মোড়লগঞ্জের প্রয়াত আলতাফ হোসেনের ছেলে।

ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবু তালেব জানান, ২০০৫ সালের ১৭ অগাস্ট সারাদেশের মতো চুয়াডাঙ্গায় বেশ কয়েকটি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

সেদিন একটি বোমা বিস্ফোরণে চুয়াডাঙ্গা সদরের বাদল হোসেন (৩২) ও হাতিকাটার হিরোক হোসেন (২০) আহত হয়।

“এ ঘটনায় পুলিশ সিরিজ বোমা হামলার পৃথক মামলা ছাড়াও দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ (গুরুতর জখম ও হত্যাচেষ্টা) ধারায় পৃথক একটি মামলা করে। ওই মামলায় জেএমবি নেতাকে শায়খুল ইসলামকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।”

রায়ে একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান এপিপি তালেব।