মাগুরায় পেট্রোল বোমায় শ্রমিক নিহতের অভিযোগ গঠন আবারও পিছিয়েছে

মাগুরায় পেট্রোল বোমা হামলায় পাঁচ শ্রমিক নিহতের মামলায় অভিযোগ গঠন আবারও পিছিয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2017, 01:16 PM
Updated : 28 March 2017, 01:16 PM

মঙ্গলবার নির্ধারিত দিনে আসামি হাজির না করায় অভিযোগ গঠন হয়নি বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি সৈয়দ ফিরোজুর রহমান।

এ নিয়ে চতুর্থ বারের মতো এ মামলার অভিযোগ গঠন পেছাল।

তিনি বলেন, মাগুরার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে অভিযোগ গঠনের দিন ছিল। কিন্তু মামলার অন্যতম আসামি রবিউল ইসলাম নয়ন ঢাকার একটি মামলায় সেখানে কারাগারে থাকায় আদালতে হাজির করতে না পারায় অভিযোগ গঠন হয়নি।

বিচারক আগামী ২৭ এপ্রিল পরবর্তী দিন রেখেছেন বলে জানান পিপি।

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, বিএনপি-জামায়াত জোটের ডাকা হরতাল-অবরোধে ২০১৫ সালের ২১ মার্চ মাগুরা-যশোর সড়কের মঘিরঢাল এলাকায় পেট্রোল বোমা হামলার শিকার হন নয় শ্রমিক। এর মধ্যে পাঁচ শ্রমিক মারা যান।

এ ঘটনার দুইদিন পর সদর থানার এসআই আব্দুল সালাম ২৬ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে সাতজনের নাম বাদ ও নতুন করে চারজনকে অন্তর্ভুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ।