মুফতি হান্নানের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি

হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 11:52 AM
Updated : 27 March 2017, 11:52 AM

সোমবার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

সেখানে নেতাকর্মীরা সমাবেশে করলে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন, দপ্তর সম্পাদক রুহুল আমীন লিটু, মহিলা আওয়ামী লীগের সভাপতি রাফেজা বেগম, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, মুন্সী এবাদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান বাদল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন,পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, কলেজ শাখার সভাপতি স্বপন তালুকদার বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ফাঁসির পর মুফতি হান্নানের লাশ কোটালীপাড়ায় আনতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।

এছাড়াও এ সমাবেশ থেকে প্রতিদিন বিক্ষোভ সমাবেশ, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেওয়া হয়।

ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালিয়ে তিনজনকে হত্যার মামলায় হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনের মৃত্যুদণ্ড হয়েছে, যা আপিলেও বহাল থাকে।

 আপিল পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন রিপন। হান্নান ও শাহেদুলও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার কথা জানিয়েছেন বলে কারাকর্তৃপক্ষ বলেছে।