সুন্দরগঞ্জে দশ টাকার চাল উদ্ধার, ৪ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধার সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৫ বস্তা চাল উদ্ধারের ঘটনায় একটি মামলা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2017, 02:00 PM
Updated : 26 March 2017, 02:03 PM

রোববার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল জলিল মণ্ডল মামলাটি সুন্দরগঞ্জ থানায় একটি মামলা  করেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া জানান।

“এতে ফজলার রহমান নামে এক ব্যবসায়ীসহ চারজনকে আসামি করা হয়েছে।”

ইউএনও কিবরিয়া বলেন, শনিবার রাতে উপজেলার শ্রীপুরের মাঠেরহাঠ গ্রামে ব্যবসায়ী ফজলার রহমানের গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৫ বস্তা চাল উদ্ধার করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামিউল আমিন।

খাদ্য নিয়ন্ত্রক জলিল জানান, “প্রায় সোয়া দুই মেট্রিকটন ওজনের ৭৫ বস্তা চাল কালোবাজারে বিক্রির জন্য সরকার নির্ধারিত কোনো ফেয়ার প্রাইজ ডিলারদের নিকট থেকে ব্যবসায়ী ফজলার রহমান কিনে গুদামজাত করে রেখেছিলেন।”

উদ্ধারকৃত চাল শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের জিম্মায় রাখা হয়েছে বলেন -সহকারী কমিশনার সামিউল।