লালপুরে ট্রলির ধাক্কায় স্কুলছাত্র নিহত

নাটোরের লালপুর উপজেলায় ট্রলির ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে একই স্কুলের আরেক ছাত্র।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2017, 11:40 AM
Updated : 26 March 2017, 11:40 AM

রোববার দুয়ারিয়া ইউনিয়নের হাঁপানিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আদনান হোসেন (১০) উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

আহত হাসান আলী (১১) একই গ্রামের আবু বকরের ছেলে। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা দুয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। 

লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, আদনান ও হাসান দুয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়েছিল সকালে। অনুষ্ঠান চলাকালে এক ফাঁকে তারা একটি বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল ভাত খেতে।

“বেলা ১১টার দিকে হাঁপানিয়া মোড়ে পৌঁছালে ডাঙ্গাপাড়াগামী ইট বোঝাই পাওয়ার ট্রলিটি পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে সাইকেলের পেছনে বসা আদনান ছিটকে গিয়ে পাওয়ার ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।”

ওসি বলেন, এ ঘটনায় স্থানীয় লোকজন পাওয়ার ট্রলির চালকের সহকারী হাসানকে (২০) আটক করে পুলিশে দিয়েছে। হাসান ধানাইদহ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

এখনও থানায় লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানান ওসি।