গোপালগঞ্জে পুণ্যস্নানে ‘পদদলিত হয়ে’ বৃদ্ধের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বারুণী স্নানোৎসবে ‘পদদলিত হয়ে’ এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2017, 08:02 AM
Updated : 26 March 2017, 08:02 AM

রোববার ওড়াকান্দি ঠাকুরবাড়ীতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মৃত ফটিক চন্দ্র মধু (৭৫) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি গ্রামের বাসিন্দা।

কাশিয়ানী থানার ওসি এ কে এম আলীনুর হোসেন জানান, ওই পূণ্যার্থী হেঁটে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জম্মতিথি উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী বারুণী স্নানে যোগ দিতে ওড়াকান্দি ঠাকুরবাড়ির দিকে যাচ্ছিলেন।

“ঠাকুরবাড়ী সংলগ্ন ব্রিজের উপর উঠলে মানুষের ধাক্কায় পড়ে যান, পরে পদদলিত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।”

খবর  পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বাজনরা লাশ নিয়ে যায় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।