কাঙালিভোজে আ. লীগের সংঘর্ষ, ছাত্রলীগকর্মী নিহত

ফেনীর সোনাগাজীতে স্বাধীনতা দিবসের কাঙালিভোজে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষে এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2017, 07:33 AM
Updated : 26 March 2017, 08:10 AM

শনিবার মধ্যরাতে উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত রিপন (২৫) স্থানীয় ছাত্রলীগকর্মী বলে দলের নেতারা জানিয়েছেন।  

এ ঘটনায় বগাদানা ইউনিয়ন পরিষদ সদস্য সেলিসসহ তিনজনকে আটক করেছে বলে সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবীর জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক আওয়ামী লীগ নেতা জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ক খ ম ইসহাক খোকন কাঙালিভোজে আয়োজন করেন।

খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাঙালিভোজে আয়োজন চলছিল শনিবার রাতে। গভীর রাতে বগাদানা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম সেখানে হামলা চালান।

ওই সময় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মাঝে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয় বলে জানান খোকন।

তিনি বলেন, এ সময় ছাত্রলীগকর্মী রিপন গুলিবিদ্ধ হন, আহত হন অন্তত ১০ জন। স্থানীয়রা গুলিবিদ্ধ রিপনকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

“রাতে আশংকাজনক অবস্থায় তাকে ফেনী জেলা সদর হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”  

ফেনী জেলা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) শহীদ উল্যাহ বলেন, শরীরে গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ওসি হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে পুলিশ রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইউপি সদস্য সেলিমসহ তিনজনকে আটক করেছে।

নিহতরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপতালর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। উত্তেজনা বিরাজ করায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানান ওসি।