চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় নিহত ১৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভটভটিতে ট্রাকের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ এ দাঁড়িয়েছে; হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আরও নয় জনকে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2017, 02:44 AM
Updated : 26 March 2017, 09:31 AM

চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, রোববার সকাল ৭টার দিকে উপজেলার জয়রামপুরে বটতলা এলাকার চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

হতাহতরা সবাই ভটভটির যাত্রী। তাদের বাড়ি দামুড়হুদার বড় বলদিয়া গ্রামে।

নিহতরা হলেন আব্দুর রহিমের ছেলে আবদার আলী (৪৫), ঠান্ডু মণ্ডলের ছেলে বিল্লাল হোসেন (৩৬), ইন্নাল হোসেনের ছেলে আকুব্বর হোসেন (৪৮), গোলাম হোসেনের ছেলে ইজ্জত আলী (৪২), কিতাব আলীর ছেলে নজির হোসেন (৩৬), গাজির উদ্দিনের ছেলে মোহাম্মদ শান্ত (৩৮), বাবুল আক্তারের ছেলে হাফিজুল রহমান (৩৫), ফিরোজ আলীর ছেলে শফিকুল রহমান (৩৭), কানাই মণ্ডলের ছেলে লাল মোহাম্মদ (৪৫) রমজান আলীর ছেলে রফিকুল আলম (৪০), ভোলাই মণ্ডলের ছেলে বিল্লাল হোসেন (৩৯), খোদা বকসের ছেলে জজ মিয়া (২৮) ও লিয়াকত আলীর ছেলে মোহাম্মদ শাহীন (২৫)।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাজিবুল ইসলাম বলেন, “চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল ও রফিকুলের মৃত্যু হয়।”

 

বাকিদের মধ্যে আটজন ঘটনাস্থলে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যান বলে জানান তিনি।

আহতদের মধ্যে রয়েছেন আলী হোসেন (৫৫), মোহাম্মদ কালু (১৯), মজিবার রহমান (২৫), জিয়াউর রহমান (৩৫), শফি উদ্দিন (২৪), আতিকুল ইসলাম (৩০), শফিকুল ইসলাম (২৭) ও আলতাফ হোসেন (৩০)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সহকারী পুলিশ সুপার বলেন, দর্শনা থেকে একটি ভটভটিতে করে ২২ জন শ্রমিক রাস্তার নির্মাণ কাজের জন্য আলমডাঙ্গা উপজেলায় যাচ্ছিলেন।

“পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ওই ভটভটিকে চাপা দিলে এ  দুর্ঘটনা ঘটে।”

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবদুস সালাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা উদ্ধারকাজ শুরু করেন। দশ জনের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।