খোঁচাতে গিয়ে কুমিরের কবলে

বরগুনার তালতলী ইকোপার্কে খোঁচাতে যাওয়ায় এক দর্শনার্থীকে টেনে নিয়েছে কুমির।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2017, 10:25 AM
Updated : 25 March 2017, 10:56 AM

শনিবার বেলা ১টার দিকে  উপজেলার টেংরাগিরি ইকোপার্কে এ ঘটনা ঘটে বলে তালতলী থানার ওসি কমলেস হালদার জানান।

পরে বেলা পৌনে ৪টার দিকে আসাদুজ্জামান রনির (২৯) মরদেহ উদ্ধার করা হয়।

রনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গোলাম মোস্তফার ছেলে। তিনি মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। সম্প্রতি ছুটিতে দেশে এসেছেন।

ওসি বলেন, বন্ধুর পরিবারের সঙ্গে রনি ও তার খালাত ভাই শনিবার সকালে ইকোপার্কে ঘুরতে যান।

“বেলা ১টার দিকে ভালোভাবে কুমির দেখার জন্য রনি ও তার খালাত ভাই আল-আমিন সীমানার ভেতরে ঢুকে লাঠি দিয়ে কুমিরকে খোঁচা (আঘাত) দেয়।”

এ সময় একটি কুমির রনিকে কামড়ে ধরে নিয়ে যায় বলে জানান তিনি।