পাবনায় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

পাবনায় পিস্তল ও গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যাদেরকে রেলের তেল পাচার, মাদক চোরাচালান ও ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য বলছে র‌্যাব।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2017, 05:49 PM
Updated : 23 March 2017, 05:49 PM

বৃহস্পতিবার র‌্যাব-১২ পাবনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন ঈশ্বরদীর ফতেহ মোহাম্মদপুর এলাকার রাশিদুল ইসলামের ছেলে রাকিবুল হাসান পিন্টু (২২), মৃত আব্দুল গাফফারের ছেলে মো. হাসান (২৫) ও মোক্তার হোসেনের ছেলে রনি (২২)।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফতেহ মোহাম্মদপুর এলাকার একটি বাড়িতে রেলের তেল চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীর অবস্থান করার সংবাদ পেয়ে বুধবার গভীর রাতে অভিযান চালায় র‌্যাব।

“এ সময় মাদক সেবনরত অবস্থায় মাদক ও রেলের তেল চোরাকারবারী চক্রের তিন সদস্য পিন্টু, হাসান ও রনিকে হাতেনাতে আটক করা হয়।”

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সালাম ও ছোটন নামে অপর দুই যুবক পালিয়ে যায় বলে জানান রুহুল আমিন।

তিনি বলেন, আটকদের স্বীকোরোক্তির প্রেক্ষিতে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দেশীয় অস্ত্রসহ চোরাই ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

পিন্টু ও হাসানের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলা, পাবনার চাটমোহরসহ বিভিন্ন থানায় মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।