ত্রিশালে বাস খাদে, ২৫ যাত্রী আহত

ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2017, 05:10 PM
Updated : 23 March 2017, 05:10 PM

বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়। 

আহতদের মধ্যে ১৫ জনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহিদুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ত্রিশালের চেলেরঘাট ব্রিজের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে ৩০ জন যাত্রী ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি।

আহতদের মধ্যে ময়মনসিংহের ফুলপুর উপজেলার শেফালি বেগম (২৩), ত্রিশালের জাহিদুল ইসলাম (১৮), সাকিব (৬), জামাল উদ্দিন (৬০) ও ভালুকার ইমরানের (২৮) নাম জানা গেছে।