সরকার মিথ্যাচার করছে: মান্না

উন্নয়ন নিয়ে সরকার মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2017, 03:55 PM
Updated : 23 March 2017, 03:55 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা নাগরিক ঐক্যের এক সভায় তিনি একথা বলেন।

ব্যাংকের কয়েকদিনের চিত্র দেখলেই তা বুঝা যায় উল্লেখ করে তিনি বলেন, সরকারি সব ব্যাংক লোকসান দিচ্ছে। যাদেরকে এসব ব্যাংকের প্রশাসক বা পরিচালক নিয়োগ করা হয়েছে তারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত।

তাদের বেশিরভাগের বিরুদ্ধে সরকারি অর্থ চুরির অভিযোগ রয়েছে বলে তিনি দাবি করেন।

নির্বাচনে ভণ্ডামি করে বর্তমান সরকার ক্ষমতা দখল করেছে দাবি করেন সম্প্রতি কারামুক্ত হওয়া সাবেক এই আওয়ামী লীগ নেতা।  

“আগামী নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করলে সেই নির্বাচনে অংশ নিব। আমরা এই ক্ষমতাসীনদের বিরুদ্ধে লড়তে চাই। রাজপথে লড়াইয়ের পাশাপাশি যেই নির্বাচনকে ভ্রান্ত করে নির্বাচনে ভণ্ডামি করে ক্ষমতা দখল করেছে সেই নির্বাচন চ্যালেঞ্জ করে সত্যিকারের জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।

“কোনো মামলা, ষড়যন্ত্র ও হুমকি আমাদের মাথা নত করতে পারবে না। আগেও পারেনি, এখনও পারবে না। ন্যায়সাপেক্ষ দাবির আন্দোলনে রাজপথেই থাকব।”

নাগরিক ঐক্য চাঁদপুর জেলা আহ্বায়ক ফজলুল হক সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরউল্লাহ চৌধুরী, জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ।

জাসদ থেকে বেরিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়া মান্না এখন নাগরিক ঐক্য নামে একটি সংগঠনের আহ্বায়ক।

সেনা বিদ্রোহে উসকানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি মান্নাকে আটক করা হয়। গ্রেপ্তারের ২১ মাস পর গত বছরের ১৮ ডিসেম্বর জামিনে মুক্ত হন তিনি।