নাটোরে ‘মশার কয়েল’ থেকে আগুন, বৃদ্ধা নিহত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গোয়ালে রাখা ‘মশার কয়েল’ থেকে আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে; দগ্ধ হয়েছেন তার পুত্রবধূ।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2017, 07:04 AM
Updated : 23 March 2017, 07:04 AM

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন জানান, বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার মশিন্দা গ্রামের এ অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

নিহত আয়জান বেগম (৮০) ওই গ্রামের আজহার আলীর স্ত্রী।

আজহারের ছেলে আছব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মশা তাড়ানোর জন্য শোয়ার ঘরের পাশে গোয়ালে মশার কয়েল জ্বালানো ছিল।

“কয়েল থেকে প্রথমে খড়ে, পরে বাড়িতে আগুন ধরে যায়। সবাই ঘুমিয়ে থাকায় আগুন লাগার অনেক পরে বুঝতে পারি। অন্যরা নিজেরাই ঘর থেকে বের হয়। মাকে উদ্ধার করতে যাওয়ার আগেই আগুন ছড়িয়ে পড়ে।”

স্থানীয়রা জানান, নিহত আয়জানের পুত্রবধূ আজেনা বেগমও (৪০) দগ্ধ হয়েছেন। স্থানীয়রা তাকে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি করিয়েছে। আগুনে মালপত্রসহ তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আর পুড়ে মারা গেছে দুটি গরু।