সুন্দরগঞ্জে আওয়ামী লীগের মোস্তফার জয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ জয়লাভ করেছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2017, 02:54 PM
Updated : 22 March 2017, 06:00 PM

বুধবার রাতে রিটার্নিং কর্মকতা জিএম সাহাতাব উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

নৌকা প্রতীকে গোলাম মোস্তফা আহম্মেদ পান ৯০ হাজার ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ১০০ ভোট।

বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হলেও কোনো অপ্রীতিকর ঘটনার কথা শোনা যায়নি।

এদিকে জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে জালভোটের অভিযোগ করেছেন।

রিটার্নিং কর্মকতা জিএম সাহাতাব উদ্দিন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।  

গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজ বাড়িতে আওয়ামী লীগের সংসদ সদস্য লিটন গুলিতে নিহত হলে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনটি শূন্য হয়।

এ আসনের এমপি হতে ভোটের লড়াই করেছেন সাতজন।

তাদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ ‘নৌকা’ প্রতীক ও জাতীয় পার্টির (এরশাদ) শামীম হায়দার ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে নির্বাচন করেন।

এছাড়া জাসদের মোহাম্মদ আলী প্রামানিক ‘মশাল’, জাতীয় পার্টির (জেপি) ওয়াহেদুজ্জামান সরকার বাদশা ‘সাইকেল’, গণফ্রন্টের শরিফুল ইসলাম ‘মাছ’, এনপিপির জিয়া জামান খান ‘আম’ ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মোহসিন ‘আপেল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।