গাইবান্ধায় উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির প্রার্থী শামীম হাদার পাটোয়ারী।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2017, 01:30 PM
Updated : 22 March 2017, 01:30 PM

বুধবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন এ কথা জানিয়েছেন।

গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজ বাড়িতে আওয়ামী লীগের সংসদ সদস্য লিটন গুলিতে নিহত হলে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনটি শূন্য হয়।

বুধবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটের লড়াইয়ে আছেন সাতজন। তাদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ ‘নৌকা’ প্রতীক ও জাতীয় পার্টির (এরশাদ) শামীম হায়দার ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

রিটার্নিং কর্মকর্তা সাহাতাব বলেন, “কয়েকটি কেন্দ্রে জাল ভোট দেওয়া কথা জানিয়ে আমার কাছে লিখিত অভিযোগ করেছেন।” 

এ নিয়ে শামীম পাটোয়ারী সাংবাদিকদের বলেন, “সুন্দরগঞ্জের ছাপরহাটি, চন্ডিপুর ও কঞ্চিবাড়ী হরিপুর ও খামার ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা জাল ভোট দিয়েছেন।

“ছাপরহাটি ইউনিয়নের চেয়ারম্যান কনক কুমার ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোটারদের কাছে প্রকাশ্যে ভোট চেয়েছেন।”

এছাড়াও তার বেশ কয়েকটি নির্বাচনী অফিসে ঢুকে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা ভোটার তালিকা ছিঁড়ে ফেলা ও হামলার অভিযোগে করেছেন জাতীয় পার্টির প্রার্থী।

তবে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ সব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার কোনো সমর্থক জাল ভোট দেয়নি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।”