নকল প্রসাধনী কারখানার মালিক দণ্ডিত

নকল প্রসাধনী তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে পাবনায় একটি কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2017, 10:57 AM
Updated : 22 March 2017, 10:57 AM

শহরের নয়নামতি চক পৈলানপুরের জুয়েল কসমেটিকস প্রোডাক্টস নামের ওই কারখানায় বুধবার অভিযান চালানো হয় বলে বিএসটিআই রাজশাহী অঞ্চলের মাঠ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান।

“অনুমোদন না নিয়ে কারখানা কর্তৃপক্ষ দেশি ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নামি-দামি প্রসাধনী উৎপাদন ও বাজারজাত করে আসছিল। গোপন খবর পেয়ে কারখানায় অভিযান চালানোর সময় মালিক ইকবাল প্রামাণিক পালিয়ে যান।”

পরে নির্বাহী ম্যজিস্ট্রেট মনিরা ইয়াসমিন কারখানা মালিককে এক লক্ষ টাকা জরিমানা করলে ইকবালের স্ত্রী শিউলী খাতুন ওই টাকা পরিশোধ করেন বলে জানান আমিনুল।  

আমিনুল আরও জানান, কারখানা থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রং ফর্সাকারী ক্রিম, স্পট আউট ক্রিম, ফেয়ারনেস ক্রিম, ঘামাচি পাউডার ও পারফিউম তৈরির বিভিন্ন রাসায়নিক ও মোড়ক জব্দ করা হয়।

এছাড়া প্রায় ৩০ লাখ টাকার মালামাল ও মোড়ক ধ্বংস করা হয় বলেও জানান তিনি।