পাবনায় ‘জমির বিরোধে’ কুপিয়ে হত্যা

পাবনায় জমির বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2017, 07:50 AM
Updated : 22 March 2017, 07:50 AM

সাঁথিয়া থানার ওসি নাসির উদ্দিন জানান, মঙ্গলবার রাতে ক্ষেতুপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান (৫৫) জেলার শাহজাদপুর উপজেলার মুনামারা গ্রামের গোলাই মোল্লার ছেলে।

তিনি পাইকপাড়া গ্রামের সাইদুলের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।

ওসি নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আতাউর রাতে খাবার খেয়ে তার ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। বুধবার সকালে পাইকপাড়া গ্রামের মাঠে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খরব দেয়।

“তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।”

প্রাথমিক তদন্তের বরাতে ওসি বলেন, “নিহত আতাউরের গৃহকর্তা সাইদুল ও স্থানীয় সালাম কসাইর মধ্যে জমির বিরোধ ছিল। এই বিরোধের জেরে আতাউরকে হত্যা করা হয়েছে সন্দেহে জমু সরকারের ছেলে আব্দুস সালাম কসাইকে আটক করেছে পুলিশ।”

গৃহকর্তা সাইদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সঙ্গে সাইদুল কসাইদের জমিজমা নিয়ে বিরোধ চলছে। আতাউর আমাদের পক্ষ নিয়ে কথা বলার কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছি।”

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।