উত্ত্যক্তের অভিযোগে স্কুলছাত্র বহিষ্কার

ঝালকাঠির একটি বিদ্যালয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে একই স্কুলের দশম শ্রেণির এক ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2017, 02:57 PM
Updated : 11 June 2017, 09:19 AM

বহিষ্কৃত শিক্ষার্থী কাঁঠালিয়া উপজেলার দত্তের পশুরীবুনিয়া গ্রামের বাসিন্দা এবং কাঁঠালিয়া তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ মুহাম্মদ ফয়েজুল আলমের নির্দেশনায় মঙ্গলবার সকালে ওই ছাত্রকে বহিষ্কার করা হয় বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল আলম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ১৯ মার্চ স্কুল চলাকালে ওই ছাত্র ৯ম শ্রেণির এক ছাত্রীকে জড়িয়ে ধরে এবং টানাহেঁচড়া করে। বিষয়টি স্কুল কমিটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ছাত্রটিকে এ শাস্তি দেওয়া হয়।

একই সঙ্গে উত্ত্যক্তের শিকার ছাত্রীর বাবাকে ওই ছাত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে বলে প্রধান শিক্ষক জানান।