সিরাজগঞ্জে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

মাদকের মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2017, 12:56 PM
Updated : 21 March 2017, 12:56 PM

সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ বেগম শেখ মেরিনা সুলতানা মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে শামীম (২২), রামচন্দ্রপুর পশ্চিমপাড়ার মৃত আক্তার হোসেনের ছেলে হেলাল মন্ডল (৪২) ও রামচন্দ্রপুর পূর্বপাড়ার মৃত মঈন উদ্দিনের ছেলে আব্দুল হান্নান (২১)।

এদের মধ্যে শামীম পলাতক রয়েছেন বলে আদালতের এপিপি শামসুল আলম জানিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ২০ মার্চ জয়পুরহাট থেকে প্রাইভেটকারযোগে ঢাকা যাওয়ার পথে আসামিরা বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় পুলিশের হাতে আটক হন। এ সময় তাদের কাছ থেকে ২৫ লিটার তরল ফেনন্সিডিল, ৮৫০টি ইনজেকশন, ফেনন্সিডিলের লেবেল ও কর্ক উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সেতুর পশ্চিমপাড় থানার এএসআই আব্দুল জব্বার বাদী হয়ে মামলা দায়ের করেন।