নোয়াখালীতে স্কুল ছাত্রীকে নির্যাতনের দায়ে যুবকের কারাদণ্ড

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক স্কুল ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার দায়ে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।    

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2017, 12:00 PM
Updated : 21 March 2017, 12:11 PM

সোনাপুর সড়কে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে সোনাইমুড়ী থানার ওসি ইসমাইল মিয়া জানান। 

দণ্ডপ্রাপ্ত মো.ইউসুফ (২২) সোনাপুর গ্রামের মাকু মিয়ার ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি ইসমাইল বলেন, স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত করে আসছিল ইউসুফ।

“সকালে মেয়েটি প্রাইভেট পড়তে স্কুলে যাওয়ার পথে ইউসুফ তার ‘শ্লীলতাহানীর’ চেষ্টা করে। মেয়েটি তাকে বাধা দিলে ইউসুফ তাকে এলোপাতাড়ি চড়, থাপ্পড় ও পরে গাছের সঙ্গে ধাক্কা দিয়ে তার মাথায় আঘাত করে।”

এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে ইউসুফ পালিয়ে যায় বলে জানান ওসি।

“এ দিকে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বেলা ১১টা থেকে এক ঘণ্টা সোনাইমুড়ী- আমিশাপাড়া সড়ক অবরোধ করে রাখে।”

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউসুফকে আটকের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।      

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, “দুপুরে ইউসুফকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দণ্ড দেওয়া হয়।”

ইউসুফকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।