পুলিশ ক্যাম্পে হামলা ও অস্ত্র লুট মামলায় ৩২ সাঁওতালের জামিন

গাইবান্ধা রংপুর চিনিকলের সাবেহগঞ্জ ইক্ষু খামারের অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা, ভাংচুর ও অস্ত্র লুটের মামলায় ৩২ সাঁওতালকে জামিন দিয়েছে আদালত।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2017, 01:33 PM
Updated : 20 March 2017, 01:33 PM

সোমবার বিকালে আসামিদের উপস্থিতিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এস এম তাসকিনুল হক জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী আব্দুর রশিদ জানান, ইক্ষু খামার এলাকায় পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলা, ভাংচুর ও অস্ত্র লুটের অভিযোগে ২০১৬ সালের ৯ অগাস্ট ৩২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪০০/৫০০ বাঙালি ও সাঁওতালকে আসামি করে মামলা করে পুলিশ।

ওই মামলায় ৩২ সাঁওতালআদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক শুনানি শেষে তা মঞ্জুর করেন বলে জানান তিনি।

২০১৬ সালের ৯ অগাস্ট আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে সাঁওতালরা ভূমি ও জীবনমান অধিকার আদায়ের দাবিতে সাহেবগঞ্জ এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করে। সেইদিন সমাবেশস্থল থেকে পুলিশ দুই সাঁওতালকে আটক করে।

এরপর সাঁওতালরা পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলা, ভাংচুর ও একটি অস্ত্র লুট করে এমন অভিযোগে মামলা করে পুলিশ।