আশুগঞ্জে ৪০ মেট্রিক টন সরকারি চালসহ আটক ৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের একটি চালের গুদাম থেকে পাচার করে আনা ৪০ মেট্রিক টন চালসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2017, 08:56 AM
Updated : 20 March 2017, 09:10 AM

র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, সদর ইউনিয়নের আলমনগরের মক্কা-মদিনা অ্যাগ্রো ফুড নামের একটি চালের মিলে অভিযান চালিয়ে সোমবার ভোরে তাদের আটক করা হয়।

এরা হলেন- কামাল মিয়া, জসিম উদ্দিন, আবদুস ছাত্তার, রানা ও মুসলিম মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে র‌্যাব কর্মকর্তা নাজমুল বলেন, নরসিংদীর শিবপুর ও শেরপুর থেকে দুটি ট্রাকে করে সরকারি চাল আশুগঞ্জে নিয়ে আসার গোপন সংবাদ পেয়ে ওই চালের মিলে অভিযান চালায় র‌্যাব। 

“এ সময় মিলের সামনে থাকা দুটি ট্রাক থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৮০০ বস্তা চাল উদ্ধার করা হয়।”

এ ঘটনায় র‌্যাব আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেছে বলে জানান তিনি।