কুষ্টিয়ায় ভ্যানচালক হত্যায় ২ যুবককের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় দুই বছর আগে এক ভ্যানচালককে হত্যার দায়ে দুই যুবককের ফাঁসির রায় দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2017, 08:03 AM
Updated : 20 March 2017, 10:35 AM

কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ তৌহিদুল ইসলাম আসামিদের উপস্থিতিতে সোমবার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার স্বরুপদহের পানপাড়া গ্রামের সন্টু শেখ ও মাহাবুল ইসলাম।

মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান। 

মামলার বিবরণে জানা যায়, মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামের ইনামুল মণ্ডলের কিশোর ছেলে ভ্যানচালক নিশান আলী ২০১৫ সালের ২৫ জুলাই সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরিদন সকালে মিরপুর উপজেলার স্বরুপদহ ভাঙ্গা বটতলা এলাকার জিকে ক্যানালের ঢাল থেকে নিশানের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

পিপি অনুপ জানান, পরদিন নিশানের বাবা বাদী হয়ে মিরপুর থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে করে হত্যা মামলা দায়ের করেন। এরপর ২৮ জুলাই পুলিশ বাড়ি থেকে সন্টুকে আটক করে।

হত্যার দায় স্বীকার এবং এ ঘটনায় মাহাবুলের নাম উল্লেখ করে আদালতে করে জবানবন্দি দেয় সন্টু। পরে মাহাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। 

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিশানের পাখিভ্যান, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও দড়ি পুলিশ উদ্ধার করে বলে জানান অনুপ।

তদন্ত শেষে পুলিশ সন্টু ও মাহাবুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার কাজ শুরু হয়।